

পাবনা প্রতিনিধি :
সোমবার (২০ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে কাশিনাথপুর ফুলনাগান মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিনাথপুর ট্রাফিক পুলিশ পরিদর্শক রাবিন্দ্র নাথ মন্ডল।
আহতরা হলেন- ওই এলাকার মাখম আলীর ছেলে পরাগ হোসেন ও সিংহাসন গ্রামের ধ্বনি শেখের ছেলে ইমরান শেখ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাজিরহাট এলাকা থেকে জামিল, পরাগ ও ইমরান এক মোটরসাইকেলে করে কাশিনাথপুরের দিকে আসছিল। মোটরসাইকেলটি কাশিনাথপুর ফুলবাগান মোড়ে পৌঁছালে নগবাড়িগামী ইট বোঝাই ভটভটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়।
এ বিষয়ে কাশিনাথপুর ট্রাফিক পুলিশ পরিদর্শক রাবিন্দ্র নাথ মন্ডল জানান, আজ আমরা বেড়া এলাকায় ডিউটিতে ছিলাম, দুর্ঘটনা ঘটেছে শোনা মাত্রই ঘটনাস্থলে এসে ভটভটি এবং মোটরসাইকেল উদ্ধার করে আমিনপুর থানায় হস্তান্তর করেছি।










