ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে এক যুবক নিহত, আহত ২

পাবনা প্রতিনিধি :

 

পাবনার আমিনপুর থানার কাশিনাথপুরে ইট বোঝাই ভটভটি ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই মোটরসাইকেলের দুই আরোহী।

 

সোমবার (২০ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে কাশিনাথপুর ফুলনাগান মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিনাথপুর ট্রাফিক পুলিশ পরিদর্শক রাবিন্দ্র নাথ মন্ডল।

নিহত যুবক বেড়া উপজেলার নগরবাড়ি বসন্তপুর গ্রামের ইকবাল শেখের ছেলে জামিল শেখ (২৩)। 

আহতরা হলেন- ওই এলাকার মাখম আলীর ছেলে পরাগ হোসেন ও সিংহাসন গ্রামের ধ্বনি শেখের ছেলে ইমরান শেখ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাজিরহাট এলাকা থেকে জামিল, পরাগ ও ইমরান এক মোটরসাইকেলে করে কাশিনাথপুরের দিকে আসছিল। মোটরসাইকেলটি কাশিনাথপুর ফুলবাগান মোড়ে পৌঁছালে নগবাড়িগামী ইট বোঝাই ভটভটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়।

এ সময় তিন মোটরসাইকেল আরোহীকে দ্রুত উদ্ধার করে স্থানীয় ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। জামিল ও পরাগের অবস্থা গুরুতর হওয়ায় তাদের পাবনা জেনারেল হাসপাতালে নিতে গেলে পথেই জামিল মারা যান। তবে আহত পরাগ পাবনা জেনারেল হাসপাতালে ও ইমরান কাশিনাথপুরের ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে কাশিনাথপুর ট্রাফিক পুলিশ পরিদর্শক রাবিন্দ্র নাথ মন্ডল জানান, আজ আমরা বেড়া এলাকায় ডিউটিতে ছিলাম, দুর্ঘটনা ঘটেছে শোনা মাত্রই ঘটনাস্থলে এসে ভটভটি এবং মোটরসাইকেল উদ্ধার করে আমিনপুর থানায় হস্তান্তর করেছি।

একজন মারা গেছে। দুজন হাসপাতাল ভর্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *