উত্তরপ্রদেশ বৃষ্টিতে বিপর্যস্ত -বিহার : নিহত বেড়ে ১৩৪

অনলাইন ডেস্ক : বৃষ্টিতে বিপর্যস্ত অবস্থায় পড়েছে ভারতের উত্তরপ্রদেশ ও বিহার রাজ্য। টানা তিন দিনের বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৪।

পাটনাসহ রাজ্যের অধিকাংশ জায়গাতেই বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করেছে। সূত্রের খবর অনুযায়ী, শেষ ৭২ ঘণ্টায় এই দুই মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৭ জনে।

জানা গেছে, বন্যায় আটকে থাকা লোকজনদের উদ্ধার করতে বিমানবাহিনীর কাছে আবেদন করেছে বিহার সরকার। রাজ্যে কাজ করছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। পাটনায় বন্ধ স্কুল-কলেজ। কোশী, গন্ডক, বাগমতি নদীর জল কমার কোনও লক্ষণই আপাতত নেই।

এদিকে, প্রবল বর্ষণে ব্যাহত হচ্ছে রেল পরিষেবা । পাটনা স্টেশনে আটকে রয়েছেন বহু যাত্রী। বন্যার কারণে ২৫টি ট্রেনকে হয় অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। অন্যদিকে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও রাজস্থানের বন্যা পরিস্থিতিও ক্রমশ খারাপ হচ্ছে। পাশাপাশি দুর্গাপুর, ঝাড়খণ্ড ও বিহারের জলাধারগুলি থেকে জল ছাড়া শুরু হয়েছে। এর জেরে পশ্চিমবঙ্গেও তার প্রভাব পড়তে পারে।

ভারতের জাতীয় আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, চার মাসের মৌসুমী বৃষ্টির মাস সোমবার শেষ হলেও, মৌসুমী বায়ু এখনও সক্রিয় রয়েছে রাজস্থান, বিহার ও উত্তরপ্রদেশের ওপর।

সূত্র : এই সময়, টাইমস অব ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *