চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ উদ্বোধন

ডিপি ডেস্ক :

 

চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের বুজরুকগড়গড়ি এলাকার একটি আম বাগানে এ সংগ্রহ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। জেলায় প্রথম পর্যায়ে আঁটি, গুটি ও বোম্বাই আম সংগ্রহ করা হবে।

পরে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক দেবাশীষ কুমার দাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মামুনুল হাসান।

আম সংগ্রহ অনুষ্ঠানে বক্তারা বলেন, চলতি বছর চুয়াডাঙ্গা জেলাতে দুই হাজার ৩০০ হেক্টর জমিতে আমের উৎপাদন হয়েছে। এসব বাগান থেকে প্রায় ৩৫ টন আম আহরণের লক্ষ্যমাত্রা রয়েছে। দেশের অন্যতম আম সংগ্রহকারী জেলা হিসেবে চুয়াডাঙ্গার নাম সারা দেশে পরিচিত। সেজন্য সারা দেশে ভালো মানের আম সরবরাহ করতে হবে। এজন্য বাগান মালিকরা যাতে অপরিপক্ব আম সংগ্রহ না করে সে বিষয়ে সতর্ক করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *