কুষ্টিয়ায় তীব্র তাপপ্রবাহ থাকবে আরও ৫ দিন

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়ায় তীব্র তাপপ্রবাহে ভোগান্তিতে খেটে খাওয়া মানুষজন। অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন। তীব্র গরমে যেন আগুন ঝরছে কুষ্টিয়ায়। নেই কোনো বাতাস। গরমের তীব্রতায় মানুষসহ পশু-পাখিরাও হাঁসফাঁস করছে। ঘরে বাইরে কোথাও যেন স্বস্তি নেই। এ অবস্থায় একটু শীতল ছোঁয়া পেতে ব্যাকুল হয়ে উঠেছে মানুষ। আগামী সাত দিনও বৃষ্টির আভাস নেই; অতএব গরমের ব্যাপক তেজ থাকছে এ জেলায়।

 

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে কুষ্টিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস; যা এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এ রকম তাপমাত্রা আগামী কয়েকদিন থাকবে। আগামী ১৮ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত এ অঞ্চলে বৃষ্টির কোনো আভাস নেই বলে জানায় আবহাওয়া অফিস।

 

এর আগে বুধবারও (১২ এপ্রিল) বিকেল ৩টা পর্যন্ত ৩৮ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। কুষ্টিয়া অঞ্চলে তীব্র তাপপ্রবাহ থেকে আপাতত মুক্তি মিলছে না। আগামী ১৮এপ্রিল পর্যন্ত এ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে গরমের তীব্রতা আরও বাড়বে।

পথচারী ইমন মণ্ডল বলেন,গাছের পাতাগুলো যেন একচুলও নড়ে না। তীব্র তাপে উষ্ণ হয়ে উঠেছে বায়ুমণ্ডল। প্রকৃতি যেন তপ্ত নিশ্বাস ছাড়ছে। ঘরে কিংবা বাইরে কোথাও এক চিলতে স্বস্তি নেই।

 

রিকশাচালক আজাদ বলেন,জীবনের তাগিদেই কাজের জন্য ঘরের বাইরে বের হই, চারদিকে প্রচণ্ড গরম। নিঃশ্বাস ফেলতেও কষ্ট হচ্ছে। অন্যদিকে গরম থাকলেও শরীর থেকে এক ফোটাও ঘাম বের হচ্ছে না।

 

কুষ্টিয়ার কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান বলেন, দুপুরে কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দেশের অন্য অঞ্চলগুলোতে দিনের তাপমাত্রা কমবেশি হলেও কুষ্টিয়া অঞ্চলে এখনো দেখা নেই বৃষ্টির। আগামী ২০ এপ্রিল পর্যন্ত এ অঞ্চলে বৃষ্টির আভাস নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *