বাংলাদেশকে হারিয়ে আরব আমিরাতের ইতিহাস

অনলাইন ডেস্ক :

 

দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোমাঞ্চকর এক ম্যাচে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে সংযুক্ত আরব আমিরাত। অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের দুর্দান্ত ৮২ রানের ইনিংস এবং শেষ ওভারের নাটকীয়তায় ২০৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ১ বল হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা।

এটাই ছিল টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে আমিরাতের প্রথম জয়। 

বড় লক্ষ্য তাড়ায় দুই ওপেনারের দুর্দান্ত শুরুতে উড়ন্ত সূচনা পায় আমিরাত। মাত্র ৯.২ ওভারে স্কোরবোর্ডে ওঠে ১০০ রান। অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম মাত্র ২৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। ৩৫ বলে ৩৯ রান করে মোহাম্মদ জোহাইব বিদায় নিলে ভাঙে ১০৭ রানের উদ্বোধনী জুটি।

বাংলাদেশের পক্ষে প্রথম ব্রেকথ্রু এনে দেন তানভীর ইসলাম। এরপর রিশাদ হোসেন দ্রুত উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। মাত্র ৪ বলে ২ রান করে ফেরেন রাহুল চোপড়া। যদিও ৬৪ রানে জীবন পাওয়া ওয়াসিম আরও ভয়ংকর হয়ে ওঠেন।

শেষ পর্যন্ত শরিফুল ইসলামের বলে উইকেটকিপার জাকের আলির হাতে ক্যাচ দিয়ে ৮২ রানে থামেন ওয়াসিম। ৪২ বলে ৯টি চার ও ৫টি ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি।

শেষ ৩০ বলে প্রয়োজন ছিল ৫৭ রান। দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় আমিরাত। তবে শেষ ওভারে ১২ রান দরকার থাকলেও হায়দার আলি দায়িত্বশীল ব্যাটিংয়ে ১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেন।

আগামী ২১ মে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *