
ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হয়েছে ছাত্রশিবিরের উদ্যোগে তিন দিন ব্যাপী ‘ইসমাইল আল জাযারি বিজ্ঞান উৎসব।
মঙ্গলবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আনুষ্ঠানিক ভাবে এই মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, প্রো-ভিসি প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এসময় উপস্থিত ছিলেন- ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমূদুল হাসান, শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি ইউসুব আলী, ছাত্রকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ শাখা সভাপতি শোয়াইব আহাম্মেদ সহ অন্যান্য শিক্ষার্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
মেলা উপলক্ষ্যে বটতলায় বিজ্ঞান অলিম্পিয়াড, প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী ও বর্ণবর কিউব প্রদর্শনী করা হয়। এর জন্য মোট ৫৫টি স্টল তৈরি করা হয়েছে। এসময় ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ প্রতিটি দল পরিদর্শন করেন। প্রতিযোগিতায় লক্ষাধিক টাকার পুরস্কার ও প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য সার্টিফিকেট প্রদান করা হবে। এতে ইসলামী বিশ্ববদ্যালয়সহ কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার বিভিন্ন স্কুলকলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।










