

এসকে, কুষ্টিয়া :
কুষ্টিয়ার ঐতিহ্যবাহী মোহিনী মিলের পরিচালক স্বর্গীয় দেবী প্রসাদ চক্রবর্তী কানু বাবু’র ৫৯তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে স্বর্গীয় দেবী প্রসাদ চক্রবর্তী (কানু বাবু) স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে গতকাল (২২ মে) বৃহস্পতিবার কুষ্টিয়া মহাশ্মাশান মন্দির প্রাঙ্গণে পূজা, শ্রীশ্রী গীতাপাঠ, কীর্ত্তন, পূষ্পস্তবক অর্পণসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিললাইন গীতা স্কুলের ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে শ্রীশ্রী গীতাপাঠ অনুষ্ঠিত হয়। কীর্ত্তন পরিবেশন করেন স্বপন কুমার দে ও তার দল।
কানু বাবুর আত্মার শান্তি কামনা করে কুষ্টিয়া মহাশ্মাশান মন্দির কমিটি ও কানু বাবু স্মৃতি সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।
দেবী প্রসাদ চক্রবর্তী কানু বাবু স্মৃতি সংরক্ষণ পরিষদের আহবায়ক নিলয় কুমার সরকারের সার্বিক ব্যবস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া মহাশ্মাশান মন্দির কমিটির সহসভাপতি বীরমুক্তি যোদ্ধা স্বপন কুমার নাগ চৌধুরী, সহ-সভাপতি মৃনাল কান্তি সাহা, সাধারণ সম্পাদক স্বপন দে, সাংগঠনিক সম্পাদক প্রবোধ কুমার পাল, কোষাধ্যক্ষ বাবলু কুমার কুন্ডু প্রমুখ।











