ঝিনাইদহে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

ডিপি ডেস্ক :

ঝিনাইদহে জীবন জোয়ার্দ্দার ওরফে মন্টু (২২) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।  

গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে শহরের ব্যাপারীপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত যুবক পৌরসভাধীন হামদহ মোল্লাপাড়ার রজব আলী জোয়ার্দ্দারের ছেলে ও পেশায় স্যানিটারি মিস্ত্রি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ি থেকে জীবন বের হয়ে শহরের সিদ্দিকীয়া সড়কের

ব্যাপারীপাড়ার শাপলা চত্বরে এসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল।
এ সময় ব্যাপারীপাড়ার জিয়া মোল্লার ছেলে শিমুল, বাহার আলীর ছেলে সাইফুল ও সাজ্জাদের ছেলে অলিউল দলবল নিয়ে জীবনের ওপর ধারালো ছুরি দিয়ে আঘাত করতে থাকে। উপর্যুপরি ছুরির আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

এলাকাবাসীর দাবি, মাদক ব্যবসা ও সেবনকে কেন্দ্র করে জীবনের সঙ্গে প্রতিপক্ষ গ্রুপের দীর্ঘদিনের বিরোধ ছিল।  
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল-মামুন জানান, অভ্যন্তরীণ কোন্দলের জেরে বন্ধুদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ওই যুবককে ছুরিকাঘাত করা হয়।

তবে কী কারণে তাকে ছুরিকাঘাত হত্যা করা হয়েছে সেটি সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে। সেখানে শিমুল নামে একজনকে শনাক্ত করা গেছে। তার সাথে হত্যাকাণ্ডে আরো ৪/৫ জন অংশ নিয়েছে। তাদের গ্রেফতারের জন্য চেষ্টা পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে।

মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হতে পারে বলে মনে করছেন তিনি।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *