

ডিপি ডেস্ক :
রাজবাড়ীর কালুখালীতে গরু বোঝাই একটি ট্রাক উল্টে খাদে পড়ে গেলে ট্রাকের নিচে চাপা পড়ে দুই জন নিহত হয়েছেন।
শনিবার (৩১ মে) দুপুর দেড়টার দিকে কালুখালী উপজেলার বাংলাদেশ হাট এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫০) এবং আফজালপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে রফিকুল ইসলাম (৩০)। তারা দুজনেই পেশায় গরু ব্যবসায়ী ছিলেন।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, কুষ্টিয়ার মধুপুর থেকে ১২ জন গরু ব্যবসায়ী ১৪টি গরু নিয়ে একটি ট্রাকে করে ঢাকার উদ্দেশে রওনা দেন। দুপুর দেড়টার দিকে তারা কালুখালীর বাংলাদেশ হাট এলাকায় পৌঁছালে বৃষ্টির সময় একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই দুই ব্যবসায়ী মারা যান এবং দুটি গরুও নিহত হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।












