

ডিপি ডেস্ক :
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার যাদবপুর গ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সজীব হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। গতকাল শনিবার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার যাদবপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজীব কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মালিহাদ গ্রামের জানবার আলীর ছেলে।
আহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার উদয়পুর গ্রামের জিয়াউর রহমান, কাটাভাঙ্গা গ্রামের মানিক মিয়া এবং ওসমানপুর গ্রামের আসিফ হোসেন। বর্তমানে তারা আলমডাঙ্গার হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, একটি মোটরসাইকেল আলমডাঙ্গা থেকে হারদির দিকে যাচ্ছিল অপরটি বিপরীত দিক থেকে আসছিল। যাদবপুর মোড়ে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে চারজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সজীবকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।














