

ডিপি ডেস্ক :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁচড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে শারমিন আক্তার (২৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার দুপুর উপজেলার চাঁচড়া মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শারমিন আক্তার চাঁচড়া মাঠপাড়া এলাকার সাগর হোসেনের স্ত্রী।
এই দম্পতির আরাব হোসেন নামে ৭ বছরের ছেলে ও রাজিয়া খাতুন নামে ৪ বছরের সন্তান রয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, বুধবার দুপুরে গৃহবধু শারমিন আক্তার বৈদ্যুতিক মটরের পানিতে চাল ধুঁতে যান।
এ সময় বিদ্যুতের তার গালে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে পরিবারের লোকেরা টের পেয়ে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার ঘটনার জানান, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।












