

ডিপি ডেস্ক :
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকালে মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্ত মাঠিলা বিওপির সীমান্ত পিলার ৫৩ এস থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৪ জন নারীকে পুশ-ইন করা হয়েছে। পরে পুশ-ইন করা বাংলাদেশি নারীদের আটক করে বিজিবি।আটকরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের কাছে জানা গেছে তারা কাজের সন্ধানে ভারতে বিভিন্ন এলাকায় বসবাস করছিল।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।










