

ডিপি ডেস্ক :
রাজবাড়ীর পাংশা উপজেলায় পাওনা টাকা না পাওয়ায় শ্বশুরকে গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে জামাতার বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নির্যাতনের শিকার শ্বশুর সাইদুল প্রামানিককে (৫০) উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত জামাই দাউদ মন্ডলসহ তিনজনকে আটক করে।
আটক অন্য দুজন হলেন- দাউদ মন্ডলের বাবা মিজান মন্ডল ও ভাই নাজমুল মন্ডল।তাদের সবার বাড়ি একই ইউনিয়নের সমসপুর গ্রামে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সাইদুল প্রামানিকের বড় মেয়ের সঙ্গে দাউদ মন্ডলের বিয়ে হয় প্রায় ৭ বছর আগে। তবে বিয়ের আগে শ্বশুর সাইদুল প্রামানিক জামাই দাউদ মন্ডলের কাছ থেকে জমি লিজ দেওয়ার কথা বলে এক লক্ষ টাকা অগ্রীম নেন। কিন্তু জমি হস্তান্তর না হওয়ায় পরবর্তীতে দাউদ টাকা ফেরত চান।
এ সময় সাইদুল এক মাস সময় চান। কিন্তু দীর্ঘ ৮ বছর পেরিয়ে গেলেও টাকা ফেরত দেননি তিনি। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে বিচার-সালিশ হলেও কোনো সুরাহা হয়নি।
পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী সাইদুল প্রামানিককে উদ্ধার করি।
অভিযুক্ত জামাই দাউদ মন্ডল, তার বাবা মিজান মন্ডল ও ভাই নাজমুল মন্ডলকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। ঘটনার পেছনে পারিবারিক আর্থিক বিরোধ থাকলেও প্রকাশ্যে কাউকে গাছে বেঁধে নির্যাতন করা ফৌজদারি অপরাধ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।











