চার জেলায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ সাতজন নিহত

ডিপি ডেস্ক :

 

চার জেলায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ সাতজন নিহত হয়েছেন। গত বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবার দিনের বিভিন্ন সময় দুর্ঘটনাগুলো ঘটে।

যশোরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।গতকাল ভোরে যশোর-বেনাপোল মহাসড়কে সদর উপজেলার নতুনহাটে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাসুদুর রহমান মিলন ও জুঁই। যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, হতাহতরা প্রাইভেট কারে যশোর শহর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। নতুনহাটে পৌঁছে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে হতাহতের এ ঘটনা ঘটে।

 গোপালগঞ্জে তিনটি সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল ঢাকা-খুলনা মহাসড়কে মুকসুদপুর উপজলার পুরাতন মুকসুদপুর, একই মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ও সদর উপজেলার বেদগ্রামে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কদমী গ্রামে সৈয়দ জামাল উদ্দিন, তাঁর মেয়ে রহিমা বেগম এবং নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুরের জহিরুল শেখ।

সড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় আসমা আক্তার নামের এক শ্রমিক নিহত হয়েছেন।গত বুধবার রাতে সিডস্টোর রেঞ্জ অফিসের সামনে ঢাকা-ময়মনসিংহ মহসড়কে ওই দুর্ঘটনা ঘটে। আসমা পাশের ত্রিশাল উপজেলার কাঠাল গ্রামের নুরুল ইসলামের মেয়ে। তিনি সিডস্টোরে ভাড়া বাসায় থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন।

 

 রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় ইসলাম উদ্দিন নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে মাসকা বাজারে।ইসলাম উদ্দিন আউজিয়া গ্রামের আব্দুল জলিল ভূঞার ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *