চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

ডিপি ডেস্ক :

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

সোমবার (১৪ জুলাই) বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রদল এ কর্মসূচি পালন করে। দুপুরে সাহিত্য পরিষদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে কবরী রোড ঘুরে শহীদ হাসান চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশনায়ক তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত মহল অপপ্রচারে লিপ্ত রয়েছে। যারা এসব ষড়যন্ত্র করছে, বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে কোনো ধরনের উসকানিমূলক বক্তব্য বরদাশত করা হবে না। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে চুয়াডাঙ্গা থেকেই তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে। তখন কেউ পালানোর সুযোগ পাবে না বলেও তারা হুঁশিয়ারি দেন।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, সহ-সভাপতি তৌফিক এলাহী, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *