

কুষ্টিয়া প্রতিনিধি :
সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকদল।
আজ মঙ্গলবার ১৫ জুলাই বিকেলের দিকে কুষ্টিয়া শহরে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।
এর আগে, কুষ্টিয়া পৌরসভা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিলটি বের হয়ে শহরের বড়বাজার এলকায় শেষ হয়।
এসময় বক্তারা বলেন, প্রশাসন নীরব ভূমিকা পালন করছে তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার, খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা কারো রক্ত চক্ষুকে ভয় পায় না।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের শ্রমবিষয়ক সম্পাদক নূরে আলম, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল, সদস্য সচিব ইমতিয়াজ দিবসসহ বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।










