

ডিপি ডেস্ক :
পাবনার সুজানগরে শামীম ইসলাম নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে অপহরণ করে শারীরিক নির্যাতন ও প্রায় ১৭ লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। শামীম ইসলাম উপজেলার ভাঁয়না ইউনিয়নের ভাঁয়না পূর্বপাড়া গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে।
এ ঘটনায় ভুক্তভোগী শামীম ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার (২৪ জুলাই) সুজানগর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের ভাঁড়ারা এলাকার কাউছার নামে এক ব্যক্তিকে প্রধান আসামী করা হয়েছে। অজ্ঞাতনামা করা হয়েছে আরো ১০/১১ জনকে।
থানায় মামলা সূত্রে জানাযায়, গত ২১ জুলাই বিকাল সাড়ে ৫টার দিকে সুজানগর বাজার থেকে মোটরসাইকেলযোগে কনটেন্ট ক্রিয়েটর শামীম ইসলাম তার নিজ বাড়ী উপজেলার ভাঁয়না যাবার পথে সুজানগর পৌরসভার মানিকদীর নামক স্থান থেকে ৮-১০ জনের একটি চক্র দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে পাবনা সদর উপজেলার ভাঁড়ারা এলাকার একটি বাড়িতে নিয়ে যায়। বাড়ির মধ্যে পাকা ঘরে নিয়ে গিয়ে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে তার কাছে মোবাইলে থাকা একটি এ্যাপ থেকে ১২০০০ ইউএস ডলার যাহা বাংলাদেশী টাকায় (প্রায় ১৫ লাখ টাকা) চক্রটি স্থানান্তর করে নেয়।
সুজানগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনার মূল রহস্য উদঘাটন ও ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এ ঘটনায় স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও জানা গেছে।








