

অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনে গত শুক্রবার একটি দোকানের কর্মীকে কয়েকবার ছুরিকাঘাতে হত্যা করেছেন এক ব্যক্তি। নিহত দোকানকর্মী ওই ব্যক্তিকে খোলা সিগারেট দিতে অস্বীকৃতি জানালে তিনি রেগে গিয়ে তাকে হত্যা করেন।
পুলিশের বরাত দিয়ে গত শনিবার এনওয়াই ডেইলি নিউজ এ তথ্য জানিয়েছে।এক প্রতিবেদনে তারা জানিয়েছে, নিউইয়র্কের পূর্বাঞ্চলের হেজম্যান এভিনিউর একটি খাবার ও অন্যান্য সামগ্রীর দোকানে ডিয়েগো স্যান্ডোভাল-নাভা নামের ৩৩ বছর বয়সী ওই কর্মী কাজ করতেন।
স্থানীয় সময় বিকেল ৩টার দিকে দোকানটিতে এক ব্যক্তি এসে কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
সে সময় মুদি দোকানটির কর্মীরা ওই ব্যক্তিকে দোকান ছেড়ে চলে যেতে বলেন। এর পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তি দোকান ছেড়ে চলে গেলেও কিছুক্ষণ পর আবার ফিরে ফিরে এসে কাউন্টারের পেছন দিয়ে দোকানটিতে ঢোকার চেষ্টা করেন। সে সময় নাভা তাকে আটকাতে চাইলে তার শরীরে কয়েকবার ছুরিকাঘাত করেন ওই ব্যক্তি।
এরপর তিনি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে স্বাস্থ্যকর্মীরা নাভাকে দ্রুত ব্রুকডেইল হসপিটালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেদনটিতে আরো বলা হয়, পুলিশের একটি সূত্র জানিয়েছে, খোলা সিগারেট বিক্রি নিয়ে কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই ব্যক্তি।
নিউইয়র্ক সিটিতে প্যাকেট খুলে এক বা একাধিক সিগারেট শলাকা বিক্রি অবৈধ হওয়ায় কর্মীরা ওই ব্যক্তিকে তা দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এ কারণেই ক্ষুব্ধ হয়ে দোকানের কর্মীকে হত্যা করেন ওই ব্যক্তি।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তারা হামলাকারীকে খুঁজতে অভিযান অব্যাহত রেখেছেন।
নাভার এক বন্ধু জানিয়েছেন, অভাবগ্রস্ত লোকজনকে বিনা মূল্যে খাবার দিতেন তিনি।মেক্সিকোর নাগরিক নাভার নিজ দেশে কিশোরী একটি মেয়ে রয়েছে।














