

ডিপি ডেস্ক :
যশোরের ঝিকরগাছায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে হাসানুজ্জামান (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৪ জুলাই) বিকেলে উপজেলার বাঁকড়া ইউনিয়নের বাঁকড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।অভিযুক্ত হাসানুজ্জামান একই গ্রামের মাঠপাড়ার বাসিন্দা।
সূত্র জানায়, সোমবার দুপুরে অভিযুক্ত হাসানুজ্জামানের মেয়ের সঙ্গে রাস্তায় খেলছিল ভুক্তভোগী শিশুটি।
এ সময় কৌশলে নিজের মেয়েকে অন্যত্র পাঠিয়ে দিয়ে ভুক্তভোগী শিশুটিকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে সে। পরে ভয়-ভীতি দেখিয়ে শিশুটিকে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে পৌঁছে শিশুটি তার মাকে বিষয়টি জানালে পুলিশকে খবর দেয় ভুক্তভোগীর পরিবার।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, ধর্ষণের অভিযোগে হাসানুজ্জামান নামের এক যুবককে আটক করা হয়েছে।তার বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।













