মানিকগঞ্জে ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

ডিপি ডেস্ক :

মানিকগঞ্জের শিবালয়ে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে মোহাম্মদ উল্লাহ (৪২) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার ওসি কামাল হোসেন। গ্রেপ্তার মাদরাসার শিক্ষক পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার চরকাটারি এলাকার মৃত কুদ্দুস শেখের ছেলে।
নির্যাতনের স্বীকার শিক্ষার্থীর বাবা জানান, মাদরাসার দ্বিতীয় শ্রেণিতে পড়ে তার ছেলে। বাসা থেকে মাদরাসায় যাতায়াতে ইছামতী নদী পাড় হতে হয়। বয়সে ছোট হওয়ার কারণে ঝুঁকি হয়ে যেত ছেলেটির। এ কারণে ওই মাদরাসাতেই আবাসিকে থেকে লেখাপড়া করত।এ সুযোগে সহকারী শিক্ষক মোহাম্মদ উল্লাহ রাতে নিজ ঘরে ডেকে নিয়ে দীর্ঘ ছয় মাস ধরে তার ইচ্ছার বিরুদ্ধে যৌন নিপীড়ন করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেন তিনি।তিনি আরো জানান, গত রবিবার (২৪ আগস্ট) রাতেও শিশুটিকে যৌন নিপীড়ন করা হয়। আজ মঙ্গলবার সকালে সে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়ে।এরপর তাকে জিজ্ঞাসাবাদ করলে ওই শিক্ষকের নিপীড়নের কথা মাকে জানায়। বিষয়টি জানাজানি হওয়ার পর একটি পক্ষ এলাকায় আপস-মীমাংসার চেষ্টা চালায়। আমার বাচ্চা ছেলের সঙ্গে যে অমানবিক নিষ্ঠুর জঘন্য কাজ করেছে আমি তার দৃষ্টান্তমূলক বিচার চাই। 

মাদরাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন জানান, মাদরাসায় আবাসিক-অনাবাসিক মিলে ৭০ জন শিক্ষার্থী লেখাপড়া করে। আমি আজ মঙ্গলবার সকালে মাদরাসায় আসার পরে বিষয়টি অবগত হই।স্থানীয়রা ওই শিক্ষককে উত্তেজিত হয়ে মারধর করেন। তার ব্যক্তিগত অপরাধের দায় আমার প্রতিষ্ঠান নেবে না। তার বিচার দাবি করেন তিনি।

শিবালয় থানার ওসি কামাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ শিক্ষক মোহাম্মদ উল্লাহকে ধরে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিকে কোর্ট হাজতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি শিশুটি ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *