

ডিপি ডেস্ক :
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকচাপায় আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার টাইগার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজ্জাক পৌর এলাকার হাউসপুর গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা বাজারে বাইসাইকেলের ব্যবসা করতেন।
স্থানীয়রা জানায়, দুপুরে রাজ্জাক বাড়ি থেকে দুটি বাইসাইকেল নিয়ে বাজারের উদ্দেশে রওনা দেন।একটি তিনি চালাচ্ছিলেন এবং অন্যটি হাতে ধরে যাচ্ছিলেন। পথিমধ্যে টাইগার মোড়ে পৌঁছলে পিছন দিক থেকে আসা বালুবোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে রাজ্জাক পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।দুর্ঘটনার পর চালক ও হেলপার দ্রুত পালিয়ে যায়।স্থানীয়রা ট্রাকটি ঘিরে ফেলে এবং পরে পুলিশ এসে সেটি জব্দ করে থানায় নিয়ে যায়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান বলেন, ‘দুর্ঘটনার তদন্ত চলছে। ট্রাকের চালক ও হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।













