মেহেরপুরে মাদক মামলায় চার জনের যাবজ্জীবন

ডিপি ডেস্ক :

মেহেরপুরে মাদক মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা ও  অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এএসএম নাসিম রেজা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার গাংনী উপজেলার করমদী গ্রামের বাসিন্দা টিপু সুলতান, একই গ্রামের বাসিন্দা স্বপন আলী, আবেদ আলী ও জুয়েল রানা।এদিকে রাজিব সর্দার নামের অপর এক আসামির বাড়ি রাজশাহী জেলার বাঘা উপজেলায়। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিষয়টি শিশু আদালতে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রাজিব ও জুয়েল রানা পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর ভোরে গাংনীর আকুবপুর এলাকায় পুলিশের চেকপোস্টে একটি ট্রাক আটক করা হয়।এ সময় তল্লাশি চালিয়ে ট্রাকটি থেকে ৪৬০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার দায়ে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হলেও জুয়েল রানা পালিয়ে যায়। পরে গাংনী থানার এসআই আলী রেজা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইদুর রাজ্জাক বলেন, ‘আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমরা আদালতে সুস্পষ্টভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি।
পরে আদালত তাদের চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

এ ছাড়া অপর আসামি রাজিব অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিষয়টি শিশু আদালতে নিষ্পত্তি করতে বলেছেন, যা সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *