

ডিপি ডেস্ক :
ঝিনাইদহের শৈলকুপায় দুর্গাপূজা উপলক্ষে দাদুবাড়ি বেড়াতে এসে বিষাক্ত মদ্যপানে নন্দিনী রানী সরকার (১৮) নামের এক মেডিক্যাল কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (৫ অক্টোবর) ভোররাতের দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত নন্দিনী রানী সরকার মানিকগঞ্জ সদরের গিলোন্দ গ্রামের অনিল চন্দ্র সরকারের মেয়ে। তিনি ঢাকা মেডিক্যাল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এ বিষয়ে,নন্দিনীর দাদু সঞ্জয় সরকার বলেন, দুর্গাপূজা উপলক্ষে নন্দিনী আমাদের বাড়িতে বেড়াতে আসে। গত ৩ অক্টোবর প্রতিমা বির্সজনের দিন কয়েকজন ছেলে-মেয়ের সঙ্গে সে মদ্যপান করে। এর কিছু সময় পর সে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে আমরা শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে বাড়িতে নিয়ে আসি।তিনি আরো বলেন, বাড়িতে নিয়ে আসার পর গতকাল শনিবার রাতে সে আবার গুরুতর অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়দের পরামর্শে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় নন্দিনী রানী সরকার।
এ বিষয়ে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, এ ঘটনায় থানায় একটি অপপমৃত্যু মামলা করা হয়েছে।














