স্পিরিট পানে ছয় জনের মৃত্যু, দুই মাদক কারবারি গ্রেপ্তার

ডিপি ডেস্ক :

চুয়াডাঙ্গার সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নে বিষাক্ত স্পিরিট পান করে ছয়জনের মৃত্যুর ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১১৭ বোতল হোমিওপ্যাথিক ওষুধের কাজে ব্যবহৃত স্পিরিট উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মামলার প্রধান আসামি খেজুরা গ্রামের মৃত বাকি শেখের ছেলে জুমাত আলী (৪৬) এবং ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের পুটি মণ্ডলের ছেলে ফারুক আহমেদ ওরফে অ্যালকো ফারুক (৩৯)।

পুলিশ জানায়, গত ৯ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে ডিঙ্গেদহ বাজার এলাকায় কয়েকজন মিলে বিষাক্ত স্পিরিট পান করলে একে একে ছয়জনের মৃত্যু হয়।

এ ঘটনায় ১৪ অক্টোবর মৃত লাল্টুর ছোট ভাই রাকিবুল ইসলাম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন।মামলার প্রধান আসামি জুমাত আলীকে বুধবার গ্রেপ্তার করে আদালতে তোলা হলে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। পরে বৃহস্পতিবার ভোরে ফারুক আহমেদ ওরফে অ্যালকো ফারুককেও গ্রেপ্তার করা হয়।

চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বলেন, বিষাক্ত স্পিরিট পানে মৃত্যুর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।এর মধ্যে একজন আদালতে জবানবন্দি দিয়েছে। তাদের একজনের বাড়ি থেকে ১১৭ বোতল হোমিও ওষুধের কাজে ব্যবহৃত স্পিরিট জব্দ করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *