যশোরে ৬টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

ডিপি ডেস্ক :

যশোরে ৬টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক আবু বকর সিদ্দিক (৩৪) যশোরের শার্শা উপজেলার ছোট আঁচড়া গ্রামের রুহুল আমিনের ছেলে।  তার কাছ থেকে উদ্ধার হওয়ার স্বর্ণের ওজন ৭৩৫ গ্রাম। যার বাজারমূল্য এক কোটি ২৬ লাখ ৪০ হাজার টাকা।

যশোর বিজিবির (৪৯ ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্য পেয়ে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বিজিবির একটি টহল দল যশোর-নড়াইল সড়কের দাইতলা ব্রিজের কাছে অভিযান চালিয়ে আবু বকর সিদ্দিক নামে এক ব্যক্তিকে আটক করে।  পরে তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বকর সিদ্দিক বিজিবিকে জানিয়েছেন, ঢাকার ধোলাইখাল এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে ভারতে পাচারের জন্য বেনাপোল সীমান্তের দিকে যাচ্ছিলেন তিনি।  এ ব্যাপারে আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবি অধিনায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *