

ডিপি ডেস্ক :
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় সাত বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আটকদের মধ্যে তিনজন পুরুষ ও চারজন নারী রয়েছে। তারা সবাই ঝালকাঠি, ফরিদপুর, যশোরসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৮ বিজিবি অধীন বাঘাডাঙ্গা কুমিল্লাপাড়া বিওপির টহলদল সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে সাত বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তারা ভারতে বিভিন্ন এলাকায় অবৈধভাবে বসবাস করত।
অন্যদিকে কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা হয়নি।মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক ইমদাদুর রহমান বলেন, আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করা হবে।














