

ডিপি ডেস্ক :
যশোরের অভয়নগরে কাঠবোঝাই ট্রলি উল্টে জুয়েল ফকির (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের বড় ভাই সোহেল ফকির (৩০)। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার গোপীনাথপুর গ্রামের একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল ও আহত সোহেল ফকির উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের একই গ্রামের লিয়াকত ফকিরের ছেলে।স্থানীয় সূত্র জানায়, সকালে হিদিয়া গ্রাম থেকে জ্বালানি কাঠবোঝাই করে সিদ্ধিপাশা যাওয়ার পথে ট্রলির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে যানটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ট্রলিতে থাকা দুই ভাই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে দায়িত্বরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সোহেলকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।









