অনলাইন ডেস্ক : কুমিল্লায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারবিরোধী ও ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেওয়ায় আইসিটি মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে দেবিদ্বার থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ভোলায় পুলিশ ও এলাকাবাসীর সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারবিরোধী ও ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দিয়ে আসছিলো কুমিল্লার আব্দুল্লাহ ও শফিক নামের দুজন।
গোয়েন্দা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের সনাক্ত করে দেবিদ্বার থানায় তাদের বিরুদ্ধে আইসিটি আইনে একটি মামলা করে। পরে জেলা গোয়েন্দা বিভাগ ও থানা পুলিশের যৌথদল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।