অনলাইন ডেস্ক :
সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আগামী ২২ অক্টোবর রাজধানীসহ দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
শনিবার (১৪ অক্টোবর) বাংলাদেশ স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) থেকে পাঠানো সহকারী মহাব্যবস্থাপক মো. তানভীর আহমেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি বছরের মতো শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অষ্টমী পূজার দিন ২২ অক্টোবর (রোববার) সারাদেশে সব জুয়েলারি দোকান পূর্ণদিবস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই দিন দেশের সব জুয়েলারি দোকান বন্ধ থাকবে