ঘূর্ণিঝড় বুলবুলের আঘাত ভোলায় ৮ ঘর বিধ্বস্ত, আহত ১৫

ভোলা প্রতিনিধি : ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে দ্বীপ জেলা ভোলার লালমোহন ও চরফ্যাশন উপজেলায় ঝড়ো বাতাসে ৮টি ঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে লালমোহনের পশ্চিম চর উমেদ ও চরফ্যাশনের ওসমানগঞ্জ ইউনিয়নের এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর ৫ জনকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হচ্ছেন- মোস্তাফিজুর রহমান (৪৫), তার স্ত্রী রহিমা বেগম (৩৫), ছেলে তারেক (১২), এছাড়া হালিমা (২২) এবং তার ১ বছর বয়সী ছেলে পান্নু।
ওই এলাকার বাসিন্দা মো. ইব্রাহীম জানান, রাত সাড়ে ৯ টার দিকে বিকট আওয়াজ তুলে একটি ঝড় এসে আঘাত হানে এবং মুহূর্তের মধ্যে ওই এলাকার রশিদ মালসহ একই বাড়ির আরও দুইটি ঘর বিধ্বস্ত হয়। এ সময় বাড়ির বেশ কিছু গাছ উপড়ে পরে। তিনি আরও জানান, একই সময়ে পাশের এলাকা চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আব্দুল মোতালেব ও তার ছেলে মামুন ও বিল্লালের ঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় ওই এলাকার আরও কয়েকটি বসত ঘর বিধ্বস্ত হয়।

অপরদিকে লালামোহন উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নের চরপেয়ারীমোহন এলাকায় ঘূর্ণিঝড়ে ঘর-বাড়ি বিধ্বস্ত হয়ে পাঁচ জন আহত হয়েছেন। তবে সেখানকার আহতদের নামপরিচয় পাওয়া যায় নি।

লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের রায়চাদ গ্রামে গাছের নিচে চাপা পড়ে একজন আহত হওয়ার কথা নিশ্চিত করেছেন লালামোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *