আওয়ামী লীগের কাউন্সিল সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

ন্যাশনাল ডেস্ক : আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের। আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে নির্বাচিত হন তাঁরা।

কাউন্সিলে দলের সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। এ প্রস্তাব সমর্থন করেন পীযুষ ভট্টাচার্য। তাঁরা দুইজনই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। এ প্রস্তাব কণ্ঠভোটে পাস হয়ে যায়।

অন্যদিকে, দলের সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তাঁর এ প্রস্তাবে সমর্থন জানান আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

দলের দ্বিতীয় দিনের অধিবেশনে দেশের সব জেলা থেকে দলের প্রায় সাড়ে সাত হাজার কাউন্সিলর অংশ নেন। বেশ কয়েকজন কাউন্সিলরের বক্তব্য শোনেন দলের সভাপতি শেখ হাসিনার। এরপর কাউন্সিলের জন্য গঠিত নির্বাচন পরিচালনা কমিটি নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। রেওয়াজ অনুযায়ী দলীয় সভাপতি শেখ হাসিনা আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এরপর মঞ্চে আসে তিন সদস্যের নির্বাচন কমিশন। দলের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুনের নেতৃত্বে এ কমিশনের অপর দুই সদস্য উপদেষ্টা মসিউর রহমান ও সাইদুর রহমান। অনুযায়ী কাউন্সিলরদের ভেতর থেকে একজন নাম প্রস্তাব করেন সভাপতি ও সাধারণ সম্পাদক পদের। আরেকজন ওই প্রস্তাব সমর্থন করেন।

দলটির নির্ভরযোগ্য একটি সূত্র কালের কণ্ঠকে জানায়, আজ শনিবার আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের নাম ঘোষণার পর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অন্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত নেতাদের নাম ঘোষণা করার প্রস্তুতি চলছে।

গতকাল শুক্রবার বিকেলে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন শুরু হয়।

তবে আওয়ামী লীগের এবারের সম্মেলনে নতুন কমিটিতে ব্যাপক পরিবর্তন আসছে- সম্মেলনের আগে থেকেই এমন জল্পনা-কল্পনা চলতে থাকে দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে। বর্তমান কেন্দ্রীয় কমিটির অধিকাংশ নেতা বাদ পড়ছেন এমন কথাও শোনা যায়। দলের সভাপতি পদে শেখ হাসিনাই থাকবেন- এ ব্যাপারে সবাই প্রায় নিশ্চিত থাকলেও সাধারণ সম্পাদক পদে ব্যাপক কৌতুহল ছিল মানুষের। তবে দলের এ দুই শীর্ষ পদে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে অবসান হলো সেসব জল্পনা-কল্পনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *