অনলাইন ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইরাক সরকারকে জানিয়েই সেদেশের মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। কারণ ইরাকের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অত্যন্ত গুরুত্ব দেয় তেহরান।
তিনি সোমবার তেহরানে ইরাক দূতাবাসে শোকবইতে সইয়ের পর সাংবাদিকদের এ কথা বলেন।
জারিফ আরও বলেন, ইরান সেই ঘাঁটিতে হামলা চালিয়েছে যেখান থেকে জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকি কমান্ডার আবু মাহদিসহ ১০ জনকে হত্যা করা হয়েছে।
তিনি ইরাকি জনগণের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে বলেন, ইরানি জেনারেল সোলাইমানি ও ইরাকি কমান্ডার আবু মাহদির শাহাদাতের মধ্য দিয়ে দুই দেশের জনগণের মধ্যে ভ্রাতৃত্ব ও সংহতি চিরদিনের জন্য নিশ্চিত হয়েছে। আমেরিকার এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পশ্চিম এশিয়ায় তাদের উপস্থিতির অবসান ঘটবে বলে তিনি মন্তব্য করেন।
জারিফ বলেন, আমেরিকা এই অঞ্চলে ক্ষয়ক্ষতি ও গুণ্ডামি ছাড়া আর কিছুই উপহার দিতে পারেনি। সূত্র: পার্সটুডে