বিশ্বের শীর্ষ ১০ ধনী দেশ

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্যের আলোকে ২০২০ সালের বিশ্বের ধনী দেশগুলোর তালিকা করেছে গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন। ক্রয়ক্ষমতার সমতা বা পারচেইজিং পাওয়ার প্যারিটি (পিপিপি) জিডিপির ভিত্তিতে এই তালিকা করা হয়েছে। এখানে শীর্ষ ১০ দেশের বিবরণ তুলে ধরা হলো।

১. কাতার। পিপিপি জিডিপিতে দেশটির মাথাপিছু আয় ১ লাখ ৩৮ হাজার ৯০০ ডলার। গত ২০ বছর ধরে দেশটি বিশ্বে শীর্ষ ধনী।
২. ম্যাকাউ। পিপিপি জিডিপিতে এই দেশের মাথাপিছু আয় ১ লাখ ১৪ হাজার ৩৬২ ডলার। এশিয়ার জুয়ার রাজধানী খ্যাত এই দেশ শিগগিরই বিশ্বের সবচেয়ে ধনী দেশ হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

৩. লুক্সেমবার্গ। এই দেশের পিপিপি জিডিপি মাথাপিছু আয় ১ লাখ ১২ হাজার ডলার।
চতুর্থ ধনী দেশ?

৪. সিঙ্গাপুর। পিপিপি জিডিপিতে এ দেশের মাথাপিছু আয় ১ লাখ ৫ হাজার ৭০০ ডলার। এশিয়ার অন্যতম করের স্বর্গরাজ্য বা ট্যাক্স হ্যাভেনের এই দেশে অর্থের উৎস নিয়ে প্রশ্ন করা হয় না। করও ধরতে গেলে খুবই কম।

৫. আয়ারল্যান্ড। এ দেশে পিপিপিতে মাথাপিছু জিডিপি ৮৭ হাজার ডলার।

৬. ব্রুনেই দারুস সালাম। পিপিপি জিডিপিতে এ দেশের মাথাপিছু আয় ৮৫ হাজার ডলার।

৭. নরওয়ে। পিপিপিতে মাথাপিছু আয় ৭৯ হাজার ৬০০ ডলার।

৮. সংযুক্ত আরব আমিরাত। এ দেশে পিপিপিতে মাথাপিছু জিডিপি ৭০ হাজার ৪০০ ডলার।

৯. কুয়েত। এ দেশে পিপিপি ডলারে মাথাপিছু জিডিপি ৬৭ হাজার ৯০০ ডলার।

১০ সুইজারল্যান্ড। এ দেশে পিপিপি ডলারে মাথাপিছু জিডিপি ৬৭ হাজার ৬০০ ডলার। দেশটিতে প্রতি ১ লাখ মানুষের মধ্যে ৯ হাজার ৪২৮ জনই কোটিপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *