কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের বিশেষ ইউনিট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের ওপর হামলার ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা হয়েছে। পুলিশের ওপর হামলা, আলামত নষ্ট ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার বিকেলে পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) সোহেল হোসেন বাদী হয়ে এই মামলা করেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩৫ থেকে ৪০ জনকে আসামি করা হয়।
এই ঘটনায় পুলিশ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান। তবে মামলার তদন্তের স্বার্থে তিনি আসামিদের নাম প্রকাশ করতে চাননি।
এর আগে গত বুধবার (৮জানুয়ারি) রাত ১০ টার দিকে কালীগঞ্জের চাঞ্চল্যকর মাদরাসা ছাত্র আল-আমিন হত্যা মামলার রিমান্ডে থাকা আসামি তারিক হাসান সাব্বিরের স্বীকারোক্তিতে ব্যবহৃত চাকু ও মোবাইল ফোন উদ্ধার করতে আড়পাড়া গ্রামের বাড়িতে আসেন পিবিআই সদস্যরা। সে সময় পিবিআই সদস্যরা রান্না ঘরের মধ্যে থেকে একটি চাকু উদ্ধার ও যে মোবাইল দিয়ে ম্যাসেজ দেওয়া হয়েছিল সে মোবাইল ফোন উদ্ধার করে।
আলামত উদ্ধার করে নিয়ে আসার সময় পিবিআই সদস্যদের ওপর আসামি সাব্বিরের পিতা মুশফিকুর রহমান ডাবলু ও চাচা মুশতাক আহম্মেদ লাভলুর নেতৃত্বে ১২ থেকে ১৩ জন হামলা করে বলে পিবিআই এর দাবি। হামলায় আহত হন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই এর এসআই সোহেল হোসেন, এসআই হুমায়ন, এএসআই হাফিজুর রহমান, এএসআই মো. জাফর, এএসআই আব্দুল খালেক। তাদের মধ্যে এএসআই হাফিজুর রহমানকে আসামি পক্ষের লোকজন একটি কক্ষে আটকে রেখে মারপিট করে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।