শার্শায় মাংসের দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজারে বেশি দামে মাংস বিক্রির অভিযোগে ৭ মাংস ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম এ অভিযান পরিচাল করেন। অভিযান পরিচালনা কালে তিনি নাভারণ বাজারের মাংস ব্যবসায়ী মশিয়ার রহমান, লালন, মফিজুল ইসলাম, সোহেল রানা, হাবিবুর রহমান, সাইদুল ইসলাম ও হযরত আলীকে পৃথক ভাবে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। খোরশেদ আলম জানান, সম্প্রতি নাভারণ বাজারের মাংসের দোকানে বেশি দামে মাংস বিক্রির ভোক্তার অভিযোগ পাওয়া যায়। তারই অভিযোগের ভিত্তিতে এ অভিযান। সবাইকে আগামী ১সপ্তাহের মধ্যে মূল্য তালিকা প্রদর্শন করার আদেশ দেওয়াসহ পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সকল অনিয়ম ও ভেজালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *