

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আলাউদ্দিন (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার তাকে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে রবিবার সন্ধ্যায় উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কামারদহ বাজার থেকে তাকে আটক করা হয়। আটক আলাউদ্দিন কামারদহ গ্রামের আয়েন উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, রবিবার বিকালে আলাউদ্দিন ওই গৃহবধূর বাড়ির পাশে ঘাস কাটছিল। এ সময় ওই গৃহবধূ বাড়িতে একা অবস্থান করছিলেন। এক পর্যায়ে আলাউদ্দিন আকস্মিকভাবে তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে ওই মহিলার গলায় হাসুয়া ঠেকিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু ধস্তাধস্তির শব্দ ও চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে এলে আলাউদ্দিন দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় কামারদহ বাজারের পাশে এ ঘটনায় আয়োজিত সালিশ বৈঠক থেকে তাকে আটক করে।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক মোমিনুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে।









