বগুড়ার সান্তাহারে প্রতিমা বিসর্জনের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন

ডিপি ডেস্ক :

 

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে সনাতন ধর্মের অনুসারীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে প্রতিমা বিসর্জনের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৫ মে) সকালে সান্তাহার রথবাড়িতে ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন করেন সান্তাহার পৌর যুবদলের আহ্বায়ক মো. ওয়াহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সৌরভ কুমার কর্মকার। 

এ সময় উপস্থিত ছিলেন, শ্রী হারান, সহনলাল সাহা, অরুণ সরকার, গদাধর কর্মকার, অরবিন্দু বর্মন, সনাতন কর্মকার, পলাশ সরকার, সুব্রত মহন্তসহ স্থানীয় রাধা মাধব মন্দির কমিটির সদস্যরা।

সনাতন ধর্মের অনুসারীরা জানান, সান্তাহার রথবাড়ি এলাকায় মন্দির রয়েছে। প্রতিবছর দুর্গা উৎসব অনুষ্ঠিত হয়। এরপর প্রতিমা বিসর্জনের সময় কোন ঘাট পাওয়া যায় না। ভালোমানের ঘাট না থাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষের খুবই কষ্ট হয়ে আসছিল। এই কষ্ট লাঘবে স্থায়ীভাবে এখানে প্রতিমা বিসর্জনের একটি ঘাট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *