বজ্রাঘাতে কৃষকের প্রাণহানি

ডিপি ডেক্স :

চাঁপাইনবাবঞ্জের গোমস্তাপুর উপজেলায় বজ্রপাতে মো. শাহাবুদ্দিন ওরফে ওজকারি (৩৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি গোমস্তাপুরের বাঙ্গাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উত্তর সন্তোষপুর কামাত গ্রামের  তাজেমুল হকের ছেলে। 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল শুক্রবার (১৬ মে) রাত ৯টার দিকে ঝড়বৃষ্টির মধ্যে একই ওয়ার্ডের সীমান্তবর্তী খোলারটেক (চড়–ইল বিল সংলগ্ন) মাঠে ৫/৬ জন কৃষক পাওয়ার টিলাওে ধান বোঝাই করার সময় বজ্রপাত ঘটে। এ সময় বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান শাহাবুদ্দিন।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন ঘটনাটি নিশ্চিত করেছেন। 

সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য এনামুল হক বলেন, বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে জমি থেকে ধান আনতে গিয়ে বজ্রপাতে মারা যান শাহাবুদ্দিন। শনিবার (১৭মে) সকাল ১০টায় তাঁর দাফন সম্পন্ন হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *