

ডিপি ডেস্ক :
ফরিদপুরের বোয়ালমারী থেকে মোটরসাইকেল ছিনতাই করে পালানোর সময় জুনায়েদ পাটোয়ারী (৩৪) নামের চাকরিচ্যুত এক পুলিশ সদস্যকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (৫ জুন) মাগুরা জেলার মোহাম্মদপুর থানার সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক জুনায়েদ পুলিশের কনস্টেবল পদে চাকরিরত ছিলেন। তিনি রাজবাড়ী জেলার রাজবাড়ী উপজেলা সদরের বৃচাত্রা গ্রামের বাসিন্দা।
তার বিপি নম্বর ৯৩১৩১৫৭৩২৮। গত কয়েক বছর আগে নেশার সঙ্গে জড়িত থাকার অপরাধে তাকে চাকরিচ্যুত করা হয়।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত জুনায়েদ পুলিশের এএসআইয়ের পোশাক পরে গতকাল বুধবার বিকেলে বোয়ালমারী পৌরসদরে আমগ্রামের বাসিন্দা রাজিব সাহার মোটরসাইকেল থামান। এ সময় মোটরসাইকেল আরোহীদের থেকে গাড়ির কাগজপত্র দেখতে চান তিনি।
আরোহীরা গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে জুনায়েদ গাড়িটিকে নিয়ে মাগুরার দিক রওনা দেয়। এ সময় আরেকটি মোটরসাইকেলযোগে অভিযুক্ত জুনায়েদের পেছন নেন ভুক্তভোগী রাজিব সাহা ও তার বন্ধু আমিরুল জান্নাত সিয়াম।
এক পর্যায়ে মাগুরা জেলার মহম্মদপুর থানার সামনে পৌঁছালে জুনায়েদকে তারা আটক করে ফেলে। সেখানে তাদের মাঝে ধস্তাধস্তির এক পর্যায়ে মহম্মদপুর থানা পুলিশের সহযোগিতার অভিযুক্ত জুনায়েদকে আটক করা হয়।
পরে রাতেই তাদের বোয়ালমারী থানায় পাঠানো হয়। এ ঘটনায় মোটরসাইকেলটির মালিক রাজিব সাহা বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি ছিনতাইয়ের মামলা করলে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ছিনতাইয়ের অভিযোগে চাকরিচ্যুত পুলিশ সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান। তিনি বলেন, অভিযুক্ত জুনায়েদ পুলিশের কনস্টেবল ছিল। নেশার সাথে জড়িত থাকার কারণে কয়েক বছর আগে তিনি চাকরিচ্যুত হন।
বুধবার বিকেলে পুলিশের এএসআইয়ের পোশাক পরে বোয়ালমারীর ওয়াবদার মোড় থেকে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যাওয়ার পথে পার্শ্ববর্তী জেলার মহম্মদপুরে তাকে আটক হয়। তার নামে ছিনতাইয়ের মামলা হয়েছে। আসামিকে বৃহস্পতিবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।










