সিরাজগঞ্জের সদর এলাকায় ০৪ জন অসাধু সার্টিফিকেট বিহীন ভূয়া ডেন্টাল ডাক্তার কে ৭৩,০০০/-জরিমানা করেছে র‌্যাবের -১২ এর ভ্রাম্যমাণ আদালত

সিরাজগঞ্জ প্রতিনিধি : গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর কোম্পানী কমান্ডার, সহককারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান এর নেতৃত্বে   র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল রবিবার (২৬ জুলাই ২০২০) ০৪.৩০ ঘটিকা হতে ০৬.১০ ঘটিকা পর্যন্ত ডা: সৌমিত্র বসাক (এমবিবিএস) সিভিল সার্জন এর কার্যালয়, সিরাজগঞ্জ ও এক্সজিকিউটিভ ম্যাজিষ্ট্রেট  মো: মাসুদুর রহমান সহ সিরাজগঞ্জ জেলার সদর থানা এলাকায় বিভিন্ন ডেন্টাল ক্লিনিকে অভিযান পরিচালনা করেন। এসময়ে সার্টিফিকেট বিহীন ভূয়া ডাক্তার কর্তৃক রোগীদের চিকিৎসা প্রদান করার দায়ে ০৪ জন  ভূয়া নামধারী  ডেন্টাল ডাক্তারকে আটক করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানার এক্সজিকিউটিভ ম্যাজিষ্ট্যট মো: মাসুদুর রহমান এর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নিন্মেবর্ণিত ব্যক্তিদেরকে বিভিন্ন অর্থ দন্ডে দন্ডিত করেন
অর্থ দন্ডে দন্ডিত ব্যক্তিরা হলেন  ১। মো: মোস্তফা আহমেদ (৪০), তালুকদার ডেন্টাল ক্লিনিক এন্ড ল্যাব সেন্টার, ৫,০০০/- ২। মোঃ আশরাফুল ইসলাম (২৬), খাঁন ডেন্টাল কেয়ার ২০,০০০/- ৩। শরিফুল ইসলাম রনি,(৩৩) মা- ডেন্টাল কেয়ার ৪০,০০০/- ৪। রাশেদুল হাসান বাদশা (৩২),   স্কয়ার ডেন্টাল কেয়ার,৮,০০০/- মোট জরিমানা-৭৩,০০০/- টাকা।
উল্লেখিত ব্যক্তিদের মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল,২০১০ এর ২৯(২) ধারায় সর্বমোট ৭৩,০০০/- জরিমানা করা হয়।
এ ধরনের ভূয়া নামধারী ডাক্তারদের  বিরুদ্ধে র‌্যাব-১২ এর অভিযান অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *