হাতের মেহেদি ব্যবহারে কিছু সতর্কতা

অনলাইন ডেস্ক :

ঈদের আর মাত্র একদিন বাকি। আর এই ঈদকে ঘিরে প্রস্তুতির যেন শেষ নেই। ঈদের আমেজ যেন অপূর্ণ থেকে যায় যদি হাত মেহেদির রঙে রাঙা না হয়। ঈদের দু’এক দিন আগে থেকেই নারীদের মেহেদি উৎসব শুরু হয়ে যায়। চাঁদরাতে মেহেদি না পরলে যেন উৎসবের আমেজই আসে না।

আর এই মেহেদি পরা নিয়ে ছোট ভাইবোনদের ছোটাছুটি, কার মেহেদির রং কত বেশি গাঢ় হলো তা নিয়ে চলে প্রতিযোগিতা। মেহেদির কড়া গন্ধ সেই মধুর শৈশবের কথা মনে করিয়ে দেয়।

তবে এই সুন্দর আমেজের মধ্যে কিছু ছোট ছোট ভুল আপনার এই সুন্দর সময়টাকে নষ্ট করতে পারে। তাই মেহেদি ব্যবহারে কিছু সতর্কতা সম্পর্কে আলোচনা করেছেন বিউটি এক্সপার্ট পন্নি খান। 

চলুন জেনে নেওয়া যাক :
অনেকেই হয়ত এরই মধ্যে বাজার থেকে বিভিন্ন কোন মেহেদি কেনার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছেন। তবে হাতের কাছে যেকোনো মেহেদি পেলেই কম মূল্যে কিনবেন না। এতে মারাত্মক বিপদ হতে পারে।

বাজারে নানা ধরনের মেহেদি আছে। এর মধ্যে কেমিক্যালযুক্ত নকল মেহেদি বিক্রি করে থাকেন অনেক অসাধু ব্যবসায়ীরা। বেশিরভাগ মানুষ কোনটি ভালো আর কোনটি কেমিক্যালযুক্ত তা যাচাই না করেই কিনে ফেলেন।

ফলে অনেক সময় দেখা যায় এসব মেহেদি ব্যবহারে ত্বক পুড়ে যাওয়া থেকে শুরু করে অ্যালার্জি, র‌্যাশ বা ফোস্কা পরার মতো ঘটনা ঘটে। তাই ভালো মত যাচাই করে মেহেদির কোন কিনুন।

মেহেদি দেওয়ার পর অনেকেই সাবান দিয়ে হাত ধুয়ে থাকেন যা কখনোই করবেন না। সাবানের ক্ষারীয় উপাদান মেহেদির রঙকে ফিকে করে দেয়। তাই মেহেদি দেওয়ার পর সাবান দিয়ে হাত না ধুয়ে বরং হাতে সরিষার তেল দেন। এতে রং আরও গাড়ও হবে।

মেহেদি দেওয়ার আগে কখনোই ওঅ্যাক্সিং করাবেন না। কেননা ওঅ্যাক্সিং করার ফলে আপনার ত্বক মসৃণ হয়ে যায়। ফলে মেহেদির ভালোভাবে বসে না এবং রঙও গাঢ় হয় না।

হাতে মেহেদি দেওয়ার কিছুক্ষণ পরই হাত ধুয়ে ফেলবেন না।হাতে মেহেদি কমপক্ষে ৬ ঘণ্টা রাখার চেষ্টা করুন। সম্ভব হলে রাতে মেহেদি দিয়ে পরের দিন সকালে তা তুলে ফেলুন। সম্ভব হলে গোসলের কাজটা মেহেদি দেওয়ার পূর্বেই শেষ করে ফেলুন। মনে রাখবেন মেহেদি যত বেশি সময় হাতে রাখবেন মেহেদির রঙও তত বেশি গাঢ় হবে।

চিনি, লেবুর মিশ্রিত পানি মেহেদির রঙ আরও গাঢ় করে। তবে খুব বেশি ব্যবহারে মেহেদির রঙ খয়েরি হয়ে যায়, যা দেখতে একদমই ভালো না।

হেয়ার ড্রায়ার কখনই না মেহেদি শুকানোর জন্যে কখনই হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। এতে আপনার ডিজাইন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।

তাই প্রাকৃতিকভাবে মেহেদি শুকাতে দিন। প্রয়োজনে মেহেদি শুকানোর জন্যে ফ্যান ব্যবহার করতে পারেন

মেহেদি দেওয়ার পূর্বে খুব বেশি পানি বা পানিজাতীয় খাবার খাবেন না। হালকা বা আবছা আলোর মধ্যে কখনো মেহেদি দেবেন না।কেননা ভালো মেহেদি ডিজাইনের জন্যে পর্যাপ্ত আলোর প্রয়োজন।

যাদের লেবুতে এলার্জি আছে তারা সরিষার তেল ব্যবহার করতে পারেন মেহেদির রঙ গাঢ় করার জন্য। তেল ব্যবহারে হাতের শুষ্কতা অনেকটাই কমে যায়। তবে তেল ব্যবহারের পূর্বে এর মান সম্পর্কে নিশ্চিত হয়ে নেবেন।

তাই ঈদের আনন্দে ভালো মত বেছে মেহেদি কিনুন যেন পড়ে ভোগান্তিতে না পড়তে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *