যশোরে বিজিবির অভিযানে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১জন

ডিপি ডেস্ক :

যশোরে ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে প্রায় সোয়া কোটি টাকা মূল্যের পাঁচটি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে যশোরের মুড়লি মোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬৯৭ গ্রাম ওজনের পাঁচটি সোনার বার, একটি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক এবং নগদ ১ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়। আটকের নাম আবু বক্কার।তিনি ঢাকার শ্যামপুর গেন্ডারিয়ার সাইজদ্দিনের ছেলে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবু বক্কারকে আটক করা হয়। তার কোমরে বিশেষভাবে লুকানো ছিল সোনার বারগুলো। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে সোনার বারগুলো সংগ্রহ করে বেনাপোল সীমান্ত হয়ে ভারতে পাচারের উদ্দেশে যাচ্ছিলেন।

এতে আরো জানানো হয়, জব্দ মালামালের মোট মূল্য ১ কোটি ১১ লাখ ৭৯ হাজার ৯৭৪ টাকা। এর মধ্যে সোনার মূল্য ১ কোটি ১১ লাখ ১১ হাজার ৫৭৪ টাকা, মোবাইল ফোনের মূল্য ৬৫ হাজার টাকা, পাওয়ার ব্যাংকের মূল্য ১ হাজার ৫০০ টাকা এবং নগদ ১ হাজার ৯০০ টাকা। আটক আবু বক্কারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *