সীতাকুণ্ডে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

ডিপি ডেস্ক :

চট্টগ্রামে সীতাকুণ্ডে ১২ বছরের শিশু ধর্ষণচেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান আসামি অপূর্ব দাসকে (১৯) গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৭-েএর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম জেলার মিরসরাই থানার বামন সুন্দর দারগার হাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধারায় করা মামলার এজাহারনামীয় প্রধান আসামি অপূর্ব দাসকে গ্রেপ্তার করা হয়েছে।তিনি আরো বলেন, তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *