কুষ্টিয়ার দৌলতপুরে ৫৪১ বোতল ফেনসিডিল ও গাঁজাসহ আটক তিন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক অভিযানে ৫৪১ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজাসহ ৩জনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার মথুরাপুর শেখপাড়া, সোনাইকুন্ডি আশ্রয়নপ্রকল্প ও ধর্মদহ পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ ওইদিন সন্ধ্যারাতে অভিযান চালিয়ে মথুরাপুর শেখপাড়া যাত্রী ছাউনির নিকট লেবু ভর্তি পিকআপে তল্লাশি করে ৫১২বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী সুলতান (৪০) কে আটক করে। সে বাহাদুরপুর এলাকার শুকচাঁদ প্রামানিকের ছেলে। অপরদিকে একইদিন সন্ধ্যায় সোনাইকুন্ডি আশ্রয়নপ্রকল্প এলাকার মৃত নুরু খার ছেলে জাব্বার খার বাড়িতে অভিযান ২৯ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী জাব্বার খাকে আটক করে পুলিশ। এছাড়াও উপজেলার সীমান্ত সংলগ্ন ধর্মদহ গ্রাম থেকে ১ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী মনোয়ারা বেগম (৫৫) কে আটক করা হয়। সে ভেড়ামারা নওদাপাড়া এলাকার মৃত আব্দুল্লাহ প্রামনিকের স্ত্রী। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক মামলা হলে গতকাল সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *