ঝিনাইদহে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ করতে না পেরে মারপিটের অভিযোগ

ডিপি ডেস্ক :

ঝিনাইদহে এক অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের চেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। হামলার ফলে ওই নারীর চার মাসের গর্ভের সন্তান নষ্ট হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মো. ইয়ামিন বিশ্বাস গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়, গত ১১ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ির উঠানে টিউবওয়েলের কাছে গেলে আগে থেকে লুকিয়ে থাকা ওই এলাকার খেলাফত হোসেন বিশ্বাসের ছেলে রুবেল হোসেনসহ কয়েকজন যুবক অন্তঃসত্ত্বা নারীকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন।

সেসময় ওই নারী চিৎকার দিলে তাকে বেধড়ক মারধর করে ও তলপেটে লাথি মারা হয়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় ওই নারীকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার গর্ভের চার মাসের সন্তান নষ্ট হয়।

এ বিষয়ে মাগুরা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মামুনুর রশিদ বলেন, ওই নারীকে যখন হাসপাতালে নিয়ে আসা হয় তখন তার অবস্থা খারাপ ছিল। পরে আমাদের হাসপাতালের একজন গাইনি চিকিৎসকের পরামর্শে তাকে গর্ভপাত ঘটনা হয়।

এ বিষয়ে সদর থানার ওসি শামসুল আরেফিন বলেন, এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *