
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার সকালে নিহত হয়েছেন কোটচাঁদপুরের ব্যবসায়ী জাহিদুল ইসলাম (৪০)। আর তার লাশ দেখতে রওনা হয়ে বিকেলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ফুফু শাশুড়ি খাদিজা বেগম (৫০)। বৃহস্পতিবার এ দুটি দুর্ঘটনা ঘটে কোটচাঁদপুর ও মহেশপুর এলাকায়।
সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার জগদাসপুর গ্রামের জায়নাল মণ্ডলের ছেলে কাপড় ব্যবসায়ী জাহিদুল ইসলাম দুর্ঘটনার শিকার হন। তিনি বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে কোটচাঁদপুর উপজেলা গেটের সামনে অবস্থিত নিজ দোকানে যাচ্ছিলেন। রুদ্রপুর গ্রামের ভাঙ্গা রাস্তায় একটি ট্রাক পেরিয়ে সামনে যেতে গেলে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি হন। তখন বাইসাইকেলসহ জাহিদুল ধাক্কা খান ট্রাকে। মাথায় গুরুতর আঘাতসহ তাকে কোটচাঁদপুর উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
এদিকে ভাইয়ের মেয়ে জামাই নিহত হবার খবর পেয়ে মহেশপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রাম থেকে রওনা হন খাদিজা বেগম। ভালাইপুর নামক স্থানে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তিনিও সড়ক দুর্ঘটনার শিকার হন। তিনি একটি ব্যাটারীচালিত খোলা ভ্যানের পিছনে বসে ছিলেন। কোটচাঁদপুর পৌছার আগেই পেছন থেকে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা দেয়। খাদিজা খাতুন ভ্যান থেকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
মহেশপুর থানা ওসি রাশেদুল আলম জানান, খাদিজার লাশ উদ্ধার করে মহেশপুর থানায় রাখা হয়েছে।
কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল আলম জানান,জাহিদুল নিহতের ঘটনায় দায়ী ট্রাকটি আটক করা হয়েছে।চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় নিহতের ছেলে নাহিদ হাসান বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
















