
খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়া খোকসা থানা পুলিশের বিশেষ অভিযানে শনিবার বিকেল পাঁচটার দিকে বাসস্ট্যান্ড মোড়ে
এক গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চার নারীর কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায় কুষ্টিয়া থেকে লোকাল বাসে রাজবাড়ী যাওয়ার পথে সন্দেহ ভজন অভিযান খোকসা থানা অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমানের নেতৃত্বে তদন্ত পুলিশ অফিসার মোঃ ইদ্রিস আলী, এস আই আব্দুর রহমান ও এসআই মোঃ সোহেল ও সঙ্গীয় ফোর্স’র সহায়তায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেন। আসামিরা হলেন নার্গিস (৩৫) পারুল( ৫০) কোহিনুর (৩৫) রুমেলা (৫০) উভয় মিরপুর ও ভেড়ামারা থানার ষোল দাগ হাসপাতাল পাড়া ও চন্ডিপুর গ্রামের। এ নিউজ লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন অবস্থায় ছিল।