কুমারখালীর পান্টিতে আনোয়ারা বেগম শিক্ষার্থী কল্যাণ ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মাহমুদ হাসান, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী পান্টিতে আনোয়ারা বেগম শিক্ষার্থী কল্যাণ ট্রাস্টের বৃত্তি পরীক্ষা পান্টি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ট্রাস্টের চেয়ারম্যান সাবেক জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষানুরাগী জাহিদ হোসেন জাফর এর একান্ত প্রচেষ্টায় আনোয়ারা বেগম শিক্ষার্থী কল্যাণ ট্রাস্টের এই শিক্ষাবৃত্তির কার্যক্রম অনুষ্ঠিত হয়ে আসছে। আনোয়ারা বেগম শিক্ষার্থী কল্যাণ ট্রাস্টের বৃত্তি পরীক্ষা কুষ্টিয়া জেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এবারের ২০১৯ সালের পরীক্ষায় ৬০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। আনোয়ারা বেগম শিক্ষার্থী কল্যাণ ট্রাস্টের শিক্ষাবৃত্তির কেন্দ্র সচিব শেখ ওবাইদুল হক দিলু জানান, ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে বলেই আজকের শিক্ষার্থীদের জোয়ার বয়ে আসছে, সেই সাথে অভিভাবকরা তাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে এবং প্রতিযোগিতামূলক শিক্ষায় অংশগ্রহণ করে নিজেকে মেধাবী শিক্ষার্থী হিসাবে প্রতিষ্ঠিত করতেই শিক্ষাবৃত্তি অংশগ্রহণ করেছে। সকাল ১২ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী পরীক্ষায় প্রায় ৬০০ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। আনোয়ারা বেগম শিক্ষার্থী কল্যাণ ট্রাস্টের সভাপতি জানান, গ্রামীণ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও মেধা তালিকায় তারা যেন প্রতিযোগিতায় টিকে থাকতে পারে এমন উদ্যোগ কে সামনে রেখে এই প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরো বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, আমি একজন শিক্ষক হিসাবে শিক্ষিত জাতি হিসাবে যদি ছাত্র-ছাত্রীকে প্রকৃত মেধার গড়ে তুলতে পারি তাহলেই এলাকার উন্নয়ন সম্ভব হবে। ৫ম বারের মতো এই শিক্ষাবৃত্তি অনুষ্ঠানের কার্যক্রম পরিচালনা করতে পেরে আমি আমার এলাকার মানুষ শিক্ষক শিক্ষার্থীদের কাছে কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি। এদিকে আনোয়ারা বেগম শিক্ষা কল্যাণ বৃত্তি পরীক্ষার অনুষ্ঠানকে কেন্দ্র করে পান্টি যেন সেজেছে নতুন সাজে। অভিভাবক ও শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছিল পান্টি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র। পরীক্ষা চলাকালীন সময়ে বাইরে অপেক্ষামান শিক্ষার্থীর অভিভাবক নাজিম মন্ডল ও হাসান জাহাঙ্গীর আলম জানান, পান্টি এলাকায় যে উদ্যোগটি গ্রহণ করা হয়েছে এরকম প্রতিটা ইউনিয়ন পর্যায়ে আয়োজন করলে শিক্ষার্থীদের আরো বেশি মেধার উন্নয়ন হবে বলে আমি আশা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *