ন্যাশনাল ডেস্ক : উইকিপিডিয়ার তথ্যমতে চীনে যে জাতের বাদুড় থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে সেই একই জাতের বাদুড় রয়েছে পুরো দক্ষিণ এশিয়াজুড়েও। বাংলাদেশ সেই দক্ষিণ এশিয়ারই একটি দেশ। দক্ষিণ এবং মধ্যচীন ও দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর পাশাপাশি বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও রয়েছে এই বাদুড়ের বাস। এমনকি সুদুর আফ্রিকার দেশগুলোতেও রয়েছে এই জাতের বাদুড়ের বসবাস। এই জাতের ৪৪ ধরনের বাদুড় রয়েছে আফ্রিকায়।
এমনকি প্রায় পুরো বিশ্বজুড়েই এই জাতের বাদুড়দের কোনো না কোনো একটি জাতের দেখা মিলবে।
চীনে এই বাদুড়ের জাতের নাম ঘোড়ার খুরাকৃতি বাদুড়; যার বৈজ্ঞানিক নাম রাইনোলোফাস (Rhinolophus)।
তবে এখন পর্যন্ত আর কোথাও বাদুড়ের দেহে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) এর উপস্থিতির প্রমাণ এখনো পাওয়া যায়নি।
আফ্রিকায় বাদুড়দের ওপর চালানো গবেষণায় করোভাইরাসের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি।
অবশ্য, দক্ষিণ এশিয়া বা আমাদের দেশে এই ধরনের কোনো গবেষণা চালানো হয়নি।
তবে বিজ্ঞানীদের দিক থেকে দাবি উঠেছে, পৃথিবীর সব দেশের বাদুড়দেরকেই গবেষণাগারে নিয়ে পরীক্ষা করা উচিত। যাতে করোনাভাইরাসের উপস্থিতি মিললে আগে থেকেই সতর্ক থাকা যায়।