‘করোনা মোকাবেলা : আগামীকাল সার্ক নেতাদের ভিডিও বৈঠক’

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস মোকাবেলার কৌশল নির্ধারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে রবিবার ভিডিও কনফারেন্স করবেন বাংলাদেশসহ সার্কের আট দেশের নেতারা। কূটনৈতিক সূত্রগুলো জানায়, রবিবার বিকাল সাড়ে পাঁচটায় ওই বৈঠক অনুষ্ঠিত হবে।

বিকালের বৈঠক ভিডিও কনফারেন্সের মাধ্যমে হলেও একে বেশ তাত্পর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মোদির প্রস্তাবে অনলাইন বৈঠকে অংশ নিতে শেষ পর্যন্ত পাকিস্তানও রাজি হয়েছে। তবে ইসলামাবাদ জানিয়েছে, বৈঠকে প্রধানমন্ত্রী ইমরান খান অংশ নেবেন না। পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন তাঁর স্বাস্থ্যবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা জাফর মির্জা।

এর আগে গত শুক্রবার মোদির প্রস্তাবে সম্মতি জানায় বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মালদ্বীপ, নেপাল ও ভুটান। সার্কের আটটি দেশের মধ্যে পাকিস্তানই সবার শেষে সাড়া দিয়েছে। শুক্রবার রাতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আয়েশা ফারুকী এক টুইট বার্তায় বলেন, কোভিড-১৯-এর ঝুঁকি মোকাবেলায় আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে সমন্বিত প্রয়াস প্রয়োজন। আমরা এরই মধ্যে জানিয়েছি যে এ ইস্যুতে সার্ক সদস্যদের ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা অংশ নিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *